শেরপুরে ডিবি’র অভিযানে ৪০ হাজার ভারতীয় রুপিসহ যুবক গ্রেপ্তার
শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ হাজার ভারতীয় রুপিসহ তনয় ঘোষ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তনয় ঘোষ শহরের মুন্সিবাজার (তেরা বাজার) এলাকার মৃত সুবোধ ঘোষের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে শহরের মুন্সিবাজার গোয়ালপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে ডিবি পুলিশের এসআই আশরাউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পৌর শহরের মুন্সিবাজার ঘোষপট্টি (গোয়ালপট্টি) মোড়ে অভিযান চালান।ওইসময় ৪০ হাজার ভারতীয় রুপীসহ তনয় ঘোষকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ(১)(ক)/২৫ঘ ধারায় সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই বিকেলে গ্রেপ্তারকৃত তনয় ঘোষকে আদালতে প্রেরণ করা হয়।