শ্রীবরদীতে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে উইনটেক ইন্টারন্যাশনাল স্কুলের আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে উইনটেক ইন্টারন্যাশনাল স্কুল, শতফুল স্কুল এবং বাংলাদেশ এডুকেশন সার্ভিসেস এন্ড ট্রেনিংয়ের যৌথ উদ্যোগে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরকারি কলেজ সংলগ্ন উইনটেক ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম। বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এডুকেশন সার্ভিসেস এন্ড ট্রেনিংয়ের সেক্রেটারি (নিউজিল্যান্ডের ইঞ্জিনিয়ার) মি: রজ মায়ার। শ্রীবরদী এপিপি ইন্সটিটিউশনের সহকারি শিক্ষক শিপার মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মি: সিন্ডি মায়ার, বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল বারী, ভাইস প্রিন্সিপাল হাসিনা আক্তার শিমুল, গোশাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম জুবায়েল, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী সহ এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।