শ্রীবরদীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন গড়জরিপা
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকাল পাঁচটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গড়জরিপা ইউনিয়ন পরিষদ একাদশ। খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছালেহ, গোশাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক, গড়জরিপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম,এ জলিল, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ খান নুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শহীন সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ ও হাজার হাজার ফুটবল ভক্ত। ফাইনালে গড়জরিপা ইউনিয়ন পরিষদ একাদশ কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ একাদশকে ২-১ গোলে পরাজিত করে।