শেরপুরে ব্যাংক কর্মকর্তা কারাগারে 

শেরপুরে ব্যাংক কর্মকর্তা কারাগারে 

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শেরপুরের অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: আরিফুর রহমান আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১৩ জুন (মঙ্গলবার) অতিরিক্ত জেলা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক মো: আব্দুস সবুরের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন ওই ব্যাংক কর্মকর্তা। 

আরিফুর শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাতানী শ্রীবরদী মহল্লার মো: শাজাহানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে আরিফুর রহমানের সাথে একই গ্রামের মৃত জবেদ আলী তালুকদারের মেয়ে জেসমিনের বিয়ে হয়। তাদের দুই ছেলে সন্তান রয়েছে।

কয়েক বছর ধরে যৌতুকের জন্য আরিফ নানাভাবে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। ছেলেদের ভবিষ্যৎ ও মান সম্মানের কথা চিন্তা করে ভুক্তভোগী নির্যাতন সয়ে আসছিলেন। ২০২২সালের অক্টোবর মাসে আরিফ স্ত্রীর কাছে ২ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বিকার করলে তাকে রড দিয়ে আঘাত করেন আরিফ। খবর পেয়ে বোনকে উদ্ধার করতে গেলে মামলার বাদী বদিউজ্জামান তালুকদার রিপনকে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন ভাইবোন। গত ৩০ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বলেন, ওই কর্মকর্তা (মঙ্গলবার) ১৩ জুন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend