সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবীতে শ্রীবরদীতে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবীতে শ্রীবরদীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
বাংলানিউজ২৪.কম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভি’র বকশিগঞ্জ সংবাদদাতা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত ফাঁসির দাবীতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের সভাপতিত্বে ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি ফেরদৌস আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক বাংলাদেশ সামাচার প্রতিনিধি ও আহসানুজ্জামান ফিরোজ, মাই টিভির জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, ডেইলি ইন্ডাস্ট্রিজের জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কবি ও সাংবাদিক হাদিউল ইসলাম, সামাজিক সংগঠন লোকাল বয়েজ এর প্রতিষ্ঠাতা পরিচালক এ.জেড রুমান, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রমেশ সরকার, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা তাসলিম কবির বাবু প্রমুখ। এসময় দৈনিক উর্মি বাংলার নির্বাহী সম্পাদক উৎপল মহন্ত, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার প্রতিনিধি সুমি মহন্ত, দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি আবু সাইদ দিনার, সামাজিক সংগঠন শিক্ষার আলোর প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সোহানুর রহমান সোহাগ সহ সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ সংবাদদাতা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে গুরুত্বর আহত করে। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend