শেরপুরে দীর্ঘ প্রায় ৩ বছর পর নাঁকুগাও ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু

শেরপুরে দীর্ঘ প্রায় ৩ বছর পর নাঁকুগাও ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু

নালিতাবাড়ী প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় ৩ বছর পর অবশেষে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাও স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডালু ইমিগ্রেশন হয়ে যাত্রী পারাপারা শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন নাকুগাও বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইমিগ্রেশন সুত্রে জানা যায়, দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সালের ১৮ মার্চ নাকুগাও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারা এবং সকল প্রকার পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পাথর, কয়লা আমদানি শুরু হলেও বন্ধই থেকে যায় যাত্রী পারাপারা। দীর্ঘ ৩ বছর পর বৃহঃবার এ ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রী পারাপার শুরু হওয়ায় বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব। পাথর, কয়লা আমদানিকারকরা বলছেন, ৩ বছর পর ইমিগ্রেশন খুলে দেওয়ার খবরে দুই দেশের ব্যবসায়ীরা খুশি। কারণ এই দীর্ঘ সময় যাতায়াত বন্ধ থাকায় আমদানি পণ্যের গুণগত মান যাচাই করা সম্ভব হতো না। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই হানিফ উদ্দিন যাত্রী পারাপারের কথা স্বীকার করে বলেন, আজ সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত ৫ জন বাংলাদেশী এবং ৫ জন ভারতীয় নাগরিক বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ভারতে পাঠানো হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend