শ্রীবরদীতে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা আ’লীগের আয়োজনে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করে উপজেলা আ’লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। উন্নয়নের ধারাবাহিকতা যেন বন্ধ না হয় সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তাই উন্নয়ন অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা আনতে হবে। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি শেরপুর-৩ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশি। মনোনয়ন পেলে এই আসন থেকে নৌকাকে বিজয়ী করতে পারবো।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি লাবিনা আক্তার লিমা, যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড. তারিকুল ইসলাম ভাসানী, সাবেক সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ হিটলার, রাণীশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াছেক বিল্লাহ বিল্লাল, সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনিরুজ্জামান মনির, গড়জরিপা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফেরদৌস আলী, তাঁতীলীগ সভাপতি হেলাল উদ্দিন, মৎস্যজীবি লীগ আহবায়ক তানভীর হাসান বাবু প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়। এসময় উপজেলা আ’লীগ, ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।