শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সিংগবরুণা ইউনিয়নের সিংগাবরুণা গ্রামে ঘটনা ঘটে। নিহতের নাম মোস্তাফিজুর রহমান মোকমাইন (৩২)। সে একই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সিংগাবরুণা গ্রামের মোস্তাফিজুর রহমান মোকমাইন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলো। শুক্রবার বিকালে একই গ্রামের রাসেল মিয়া পানির বৈদ্যুতিক মটরের সুইচ ঠিক করার জন্য মোকমাইনকে বাড়িতে নিয়ে যায়। সুইচ ঠিক করার একপর্যায়ে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। শ্রীবরদী থানার এসআই আক্তারুজ্জামান বলেন, নিহত মোকমাইন একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।