শ্রীবরদীতে দশ জন ভিক্ষুকের মাঝে পুনর্বাসন সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচিতে সম্পৃক্তরণের আওতায় দশ জন ভিক্ষুকের মাঝে দোকানঘর, সেলাইমেশিন, ছাগলসহ বিভিন্ন ব্যবসায়ী মালামাল বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় শ্রীবরদীর আয়োজনে পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুজন কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, পাঁচ জনের মাঝে সেলাই মেশিন, তিন জনের মাঝে দোকান ঘর, একজনের মাঝে ছাগল ও একজনের মাঝে ব্যবসার জন্য সবজি বিতরণ করা হয়। এছাড়াও আনসার সদস্যদের আবাসন ভবন উদ্বোধন করেন।