শ্রীবরদীতে মাহারি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন জেংচাম মাহারি
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্যবাহী মাহারি টি-২০ ফুটবল টুর্নামন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে টুর্নামেন্টের আয়োজক কমিটির আয়োজনে হারিয়াকোনা স্কুল মাঠে খেলার উদ্বোধন করা হয়। দিনব্যাপী এ খেলায় বিভিন্ন গ্রুপে ৫টি দল অংশগ্রহণ করে। বিকালে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হয় জেংচাম মাহারি দল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। মাহারি টি-২০ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক মর্নিংটন ম্রং এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, বাবেলাকোনা আদাবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিকনেস কর্নিয়া সাংমা, ঝিনাইগাতী ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান মি: নবেশ খকসী প্রমুখ।
খেলাধুরার ঐতিহ্য ধরে রাখতেই ক্ষুদ্র নৃ গোষ্ঠিদের একই গোত্রের শুধুমাত্র বিবাহিতরা এই খেলায় অংশ গ্রহণ করে। খেলায় জেংচাম মাহারি, মৃ মাহারি, চিরান মাহারি, ম্রং মাহারি ও ভ্যারাইটিস মাহারি (কয়েকটি মাহারির সমন্বয়ে গঠিত) নামের ৫টি দল অংশগ্রহণ করবে। খেলায় ম্রং মাহারি দল রানার্সআপের পুরস্কার গ্রহণ করে।