শ্রীবরদীতে অনুমোদনহীন সয়াবিন তেল বাজারজাতকরণ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে অনুমোদনহীন সয়াবিন তেল বাজারজাতকরন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বটতলা বাজারে ঐ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকীউল বারী। বিএসটিআই এর অনুমোদ ছাড়া লোগো ব্যবহার করে শায়ান গোল্ড নামে ফার্টিফাইড সয়াবিন তেল বোতল ও বাজারজাত করার অপরাধে কম্পাস মাল্টি ফুড প্রোডাক্টস কারখানায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি অনুমোদন না পাওয়া পর্যন্ত সয়াবিন তেল বাজারজাতকরণ ও কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় ময়মনসিংহের বিএসটিআই এর ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। এছাড়াও হেলমেট ও লাইসেন্স না থাকায় কয়েকজন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকীউল বারী বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।