শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার:
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর শ্রীবরদীর আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুল হাসান স্বাক্ষর, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল ও সফল মৎস্য চাষি আলহাজ্ব তাজুল ইসলাম। সভা শেষে তিনজন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend