শ্রীবরদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে উপজেলার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ঐ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। সভার শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলেই।
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী, পৌর মেয়র মোহাম্মদ আলী আকবর, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। সভা শেষে বিআরডিবি কতৃক বাস্তবায়িত সদাবিক কর্মসূচি ভুক্ত বাকসাবাইদ পুরুষ দলের ১২ জন সদস্যকে সবজি উৎপাদন খাতে ৩ লাখ টাকার ঋণের চেক তুলে দেন জেলা প্রশাসক।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।