শ্রীবরদীতে শিশু ও কমিউনিটি উন্নয়নে ১৭ বছরের পথচলার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে শিশু ও কমিউনিটি উন্নয়নের লক্ষে ওয়ার্ল্ড ভিশনের ১৭ বছরের পথচলার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এরিয়া প্রোগ্রাম, নান্দাইল এরিয়া কো-অর্ডিনেটনর অফিসের আয়োজনে উপজেলা পরিষদ শ্রীবরদীর সহযোগিতায় পরিষদ চত্বরে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশন মুঞ্জু মারিয়া পালমা। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, সিনিয়র অপারেশন ডিরেক্টর চন্দন জেড. গোমেজ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।
ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট কফিল উদ্দিন মাহমুদ ও প্রোগ্রাম অফিসার অর্পনা ঘাগড়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, বিদায়ী কমিটির আহ্বায়ক উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন শ্রীবরদী এপি’র প্রামান্য চিত্র তুলে ধরেন শ্রীবরদী এপি’র ম্যানেজার যোনাস ক্লেরি কস্তা।
এসময় প্রধান অতিথি ও বিষয় অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, উপকারভোগী, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যের আয়োজন করা হয়।