হারানো বিজ্ঞপ্তি
মোঃ আব্দুল করিম ওরফে দয়াল, বয়স ২০, উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা। পিতা:- মোঃ মহন আলী,মাতা:-মোছাঃকোহিনুর। গ্রাম:- তারাকান্দি, পো: ফতেহপুর , পৌরসভা ও থানা : শ্রীবরদী, জেলা: শেরপুর।
সে গত ০৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ রাত ১০.৩০ ঘটিকায় তাহার নিজ বাড়ি তারাকান্দি থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পায়নি। এবিষয়ে ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ শ্রীবরদী থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং ৫৬৮। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মোঃ সেলিম মিয়া, সাবেক কমিশনার, ৫ নং ওয়ার্ড, শ্রীবরদী পৌরসভা, শ্রীবরদী,শেরপুর। মোবাইলঃ ০১৯১৫-৪১৭০৮৫, ০১৯৭২-০৩৮৬৪৬, ০১৭১২-৪০৮৩৮৯।