শ্রীবরদীতে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে কৃষক নেতৃত্ত্বাধীন সিএসও শক্তিশালীকরণ ও টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা উন্নত করার মাধ্যমে তৃণমুল সম্প্রদায়ের কাছে ক্ষমতা হস্তান্তর করা সবল প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রুরাল ডেভলপমেন্ট সংস্থা (আরডিএস) এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ সাবরিনা আফরিন, আরডিএস’র এ্যাসোসিয়েট ডাইরেক্টর মো. শামীম আজাদ, আরডিএস’র রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক, ফিল্ড কো-অর্ডিনেটর স্বপন স্কু, শ্রীবরদী উপজেলা কৃষিপণ্য উৎপাদন সমবায় সমিতির সভাপতি মাহাবুবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। কর্মশালায় কৃষিপণ্য উৎপাদক এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।