শ্রীবরদীতে আ’’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন পালিত
শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে মহান স্বাধীনতার স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী।
(২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকালে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারী কলেজ রোডস্থ দলিয় কার্যলয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ৭৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান সুজা, লাবিনা আক্তার লিমা, যুগ্ন সাধারণ সম্পাদক এড: তরিকুল ইসলাম ভাসানী, প্রচার সম্পাদক মিজানুর রহমান রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফেরদৌস আলী, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ওয়াছেক বিল্লাহ বিল্লাল, সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ হিটলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আহছান উল্লাহ শুকরিয়া,কেকের চর ইউনিয়ন সভাপতি আঃ খালেক, সাধারণ সম্পাদক দোলাল জাহান সরকার, রানিশিমূল ইউনিয়ন সাধারন সম্পাদক আনয়ার পারভেজ, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম, কাকিলাকুড়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরঙ্গ, ভেলুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কাসেম,তাতিহাটি সভাপতি এড. মঞ্জুরুল ইসলাম,তাতিহাটি ইউপি সাবেক চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান প্রমুখ। উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।