শ্রীবরদী সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালন
স্টাফ রিপোর্টার:
“ক্যাডার বৈষম্য নিরসন চাই”-এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার (০২ অক্টোবর) শ্রীবরদী সরকারি কলেজ ইউনিটের আয়োজনে কর্মবিরতি পালন করা হয়। ক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সুপার নিউমারারি পদোন্নতিসহ শিক্ষা ক্যাডারের সকল যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে দেশের সকল শিক্ষা অধিদপ্তর ও সরকারি কলেজগুলোর মতো শ্রীবরদী সরকারি কলেজও পূর্নদিবস সর্বাত্মক কর্মবিরতি পালন করে। এ কারণে একাদশ শ্রেণিতে ভর্তি, বার্ষিক পরীক্ষা, ডিগ্রি ৩য় বর্ষ চুড়ান্ত পরীক্ষাসহ সকল কর্মকান্ড স্থগিত করা হয়েছে। কর্মবিরতি পালনের সময় canaltaronja.cat বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ বিসিএস (সা:শি) সমিতি শেরপুর জেলা কমিটির সভাপতি প্রফেসর এ.কে.এম.আলিফ উল্লাহ আহসান, শ্রীবরদী সরকারি কলেজ ইউনিটের সভাপতি উপধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোসাইন, সহকারী অধ্যাপক (প্রাণিবিজ্ঞান) ও বিসিএস (সা.শি) সমিতির কেন্দ্রীয় প্রকাশনা সচিব কাজী হাসানুজ্জামান, প্রভাষক (আরবি ও ইসলামী শিক্ষা) শ্রীবরদী সরকারি কলেজ ইউনিটের সম্পাদক মীর মো. আতিকুজ্জামান, সগযোগি অধ্যাপক (দর্শণ) মো. ফরহাদ আলী প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।