শ্রীবরদীতে গার্ল গাইডস এসোসিয়েশনের দীক্ষা প্রদান অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে গার্ল গাইডস এসোসিয়েশন এর দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১৭-১৮ অক্টোবর উপজেলাধীন ৮ টি মাধ্যমিক বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দীক্ষা প্রদান করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের ট্রেইনার ইসতেয়ারা হোসেন, শেরপুর জেলা কমিশনার গার্ল গাইডস এসোসিয়েশন রাশেদা বেগম, শ্রীবরদী উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার ইসমত আরা ইশিতা, সাধারণ সম্পাদক মিরা খাতুন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গার্ল গাইডস শিক্ষক ও সংশ্লিষ্ট প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্যরা হলেন, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনষ্টিটিউশনের সিনিয়র শিক্ষক শিখা রানী দে, গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা বেগম, মাটিফাটা গণি মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হানা ফেরদৌসী, রানীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জাহেদা পারভীন, ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা বেগম।
শেষদিন শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনষ্টিটিউশনে অতিথি ও উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোশারফ হোসেন।
উল্লেখ, ২ দিনে ৮ টি প্রতিষ্ঠানে দীক্ষা নিয়েছে, শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০ জন, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনষ্টিটিউশন ২০ জন, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয় ৪৩ জন, গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয় ৩০ জন, মাটিফাটা গণি মাহমুদ উচ্চ বিদ্যালয় ৩২ জন, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয় ৪০ জন, রানীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ২৫ জন, ইন্দিলপুর উচ্চ বিদ্যালয় ১৯ জন। মোট ২৬৯ জন শিক্ষার্থী দীক্ষা গ্রহন করে।