অপসারণ হয়নি শেরপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন
স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও শেরপুরের শ্রীবরদীতে মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু হয়নি। গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা হয়। নির্দেশনা অনুযায়ী ১৮ নভেম্বর রাত ১২ টার মধ্যে ব্যানার-ফেস্টুন অপসারণে কথা থাকলেও অদ্যবধি পর্যন্ত কোন মনোনয়ন প্রত্যাশী নিজ উদ্যোগে ব্যনার-পোস্টার নামানো হয়নি। রবিবার উপজেলার পৌর শহরের চৌরাস্তা, হাসপাতাল গেট, কলেজ রোড সহ বিভিন্ন হাট-বাজার রাস্তা-ঘাটে দেখা যায় মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার ও পোস্টারের সমাহার। অনেক জায়গায় ব্যানার-পোস্টার সাঁটানো থাকলেও এখনো সেগুলো সরাতে দেখা যায়নি। উপজেলা নির্বাচন অফিসার একেএম মুরশেদ আলম বলেন, এব্যাপারে প্রার্থীদেরকে অবগত করা হবে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ইফতেখার ইউনুস বলেন, প্রার্থীদেরকে অবগত করা হচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হবে।