দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ: শেরপুর-৩ আসনে নৌকা প্রত্যাশী ২০ জন
স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে নৌকার মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২০ জন প্রার্থী। গত মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন। ইতোমধ্যে তারা মনোনয়ন ফরম জমাও দিয়েছেন। চূড়ান্ত মনোনয়ন কে পাবে তা সিদ্ধান্ত হবে দলীয় মনোনয়ন বোর্ডের সভায়। তাই দলীয় মনোনয়ন বাগিয়ে নিতে মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দেখা করছেন দলের নীতিনির্ধারকদের সাথে। অনেকেই সেই ছবি দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে হেভিওয়েট নেতাদের পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীর তালিকার রয়েছেন চেয়ারম্যান ও ব্যবসায়ী।
দলীয় সূত্রে জানা যায়, বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী এজেএম ফজলুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী উপজেলা আ’লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরু, সাবেক সংসদ সদস্যের পুত্র আ’লীগ নেতা মহসিনুল বারী রুমি, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান রাজা, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন, শেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমাতুজ্জাহুরা শ্যামলী, শিল্প উদ্যোক্তা এইচ.এম ইকবাল, ঝিনাইগাতী উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, সাবেক সংসদ সদস্যের ছেলে নাজমুল মোবারক, সাবেক কেন্দ্রীয় আ’লীগের উপকমিটির সদস্য কৃষিবিদ মো. ফররুখ আহমেদ, আ’লীগ নেতা খন্দকার ফরুক আহমেদ, কৃষিবিদ আ.স.ম হোসেন আল ফারুক, কেন্দ্রীয় যুবলীগ নেতা প্রকৌশলী আব্দুল্লাহ আল আমীন, সাবেক সরকারি কর্মকর্তা ড. মুহাম্মদ ইদ্রিস আলী ও এটিএম মামুন আ’লীগের দলীয় কার্যালয় থেকে নৌকা’র প্রত্যাশায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।