শ্রীবরদীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা ২ কলেজছাত্র নিহত ,আহত ১
শ্রীবরদী প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক আরোহী।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ষাইটকাকড়ার জানকিখিলা-কেরানীবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলো- মেহেদী হাসান (১৯) ঝিনাইগাতী উপজেলার কাড়াগাঁও এলাকার নুরুজ্জামানের ছেলে ও লাভলু মিয়া (১৮) ও শ্রীবরদীর বালুরচর সিংগারভিটা এলাকার আতাবুর রহমান ওরফে ফকির আলীর ছেলে। আহত আবু হানিফ আবির (১২) জানকিখিলা এলাকার লাভলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা তিনজন উপজেলার শালমারা বাজার থেকে মোটরসাইকেলযোগে শ্রীবরদী বাজারে আসতেছিল। এসময় কেরানীবাড়ী মোড়ে আসলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান ও লাভলু মিয়া মারা যায়। আর আহত হয় আবির। পরে আশপাশের লোকজন আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মরদেহ বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।