শ্রীবরদীতে মিনিবার ফুটবল টুনামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

শ্রীবরদী প্রতিনিধি

খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এমন প্রতিপাদ্যে শেরপুরের শ্রীবরদীতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ফতেহপুর যুব সমাজের আয়োজনে তারাকান্দি চৌরাস্তা সংলগ্ন খোলা মাঠে এই খেলায় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহব্বায়ক ও প্রেসক্লাব শ্রীবরদী”র সাধারণ সম্পাদক ফেরদৌস আলী, শ্রীবরদী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার সেলিম মিয়া, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুবনেতা আবু হোরি,মো: মঞ্জু মিয়া, আবু নাসির,ইয়াহিয়া খান,মোঃ নিলু মিয়া প্রমুখ। খেলায় অংশ গ্রহণ করে স্বপ্ন স্পোটিং ক্লাব বনাম আলফিয়ার লিয়ার স্পোটিং ক্লাব।
উক্ত খেলায় ১-০ গোলে জয় লাভ করে আলফিয়ার লিয়ার স্পোর্টিং ক্লাব।