শ্রীবরদীতে নব নির্বাচিত এমপি শহিদুল ইসলামের শুভেচ্ছা ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩, (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নব নির্বাচিত এমপি এ.ডি.এম শহিদুল ইসলামের নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারী) বিকালে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শ্রীবরদী এপিপি ইনন্সিটিটিউশন মাঠে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হিরো, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।