ফসলি জমির টপ সয়েল কাটায় ভেকু মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ফসলি জমির টপ সয়েল কাটায় ভেকু মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জানুয়ারি) বিকালে ইউএনও ফৌজিয়া নাজনীনের নির্দেশনায় উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের লংগরপাড়া এলাকা থেকে ওই মাটি কাটার ভেকু মেশিনটি জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার।
জানা গেছে, কিছু দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে ইটভাটা ও বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উপজেলার লংগরপাড়া এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ভেকু মেশিন রেখে পালিয়ে যান সবাই। পরে টপ সয়েল কাটায় ব্যবহৃত ভেকু মেশিনটি জব্দ করে খড়িয়া কাজির চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুলাল মিয়ার জিম্মায় রেখে দেওয়া হয়।