শ্রীবরদীতে তক্ষক সহ আটক-২
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে র্যাব অভিযান চালিয়ে তক্ষক সহ দুই জনকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুরুয়া উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল তক্ষক সহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলো মুক্তগাছা উপজেলার লক্ষীখোলা গ্রামের আক্তার হোসেনের ছেলে মো. ফরহাদ (৫০) ও নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল হামিদ চুন্নুর ছেলে মো. পারভেজ (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১টি তক্ষক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে একটি মোবাইল সেট ও ১১শ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। পরে রাতেই তাদেরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করে র্যাব।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এঘটনায় র্যাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।