শ্রীবরদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার:
শেরপুরের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বৃদ্ধ নওয়াব আলী’র (৬৮) পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার শনিবার (২ মার্চ) ভোরে উপজেলার গোশাইপুর ইউনিয়নের বাদেঘোনা পাড়া গ্রামে ঐ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে বদ্ধের চৌ-চালা টিনের ঘর, গোয়াল ঘর সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় জিনিসপত্র রক্ষা করতে গিয়ে নওয়াব আলী ও তার স্ত্রী আহত হয়।

খবর পেয়ে শনিবার বিকালেই জেলা প্রশাসকের পক্ষ থেকে ইউএনও ফৌজিয়া নাজনীনের নির্দেশনায় ঐ বৃদ্ধের পরিবারের কাছে ১০ হাজার টাকা তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমরি হোসেন। এসময় গোশাইপুর ইউনিয়ের চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।