গাজায় মানবিক বিপর্যয়, তবু কাউকে গুনছে না ইসরায়েল
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলির ঘটনায় যখন আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে, তখনো খান ইউনিসসহ বেশ কিছু এলাকায় অভিযান চালানো হচ্ছে। অব্যাহত রয়েছে গোলাবর্ষণ ও গুলি। ইসরায়েলি আগ্রাসনের কারণে পুরো গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে থাকলেও কাউকেই পাত্তা দিচ্ছে না দেশটি।
গাজা শহরে ত্রাণ নিতে আসা মানুষের ওপর বৃহস্পতিবার গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে ১১২ জন নিহত হয়। এ ছাড়া গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও ৮১ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৯৩ জন নিহত হয়েছে। একই দিনে আহত হয়েছে ৯২০ জন। এ নিয়ে গাজায় ইসরায়েলি অভিযানে ৩০ হাজার ২২৮ জন নিহত এবং ৭১ হাজারের বেশি মানুষ আহত হলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার খান ইউনিসে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির প্রতিরক্ষাবাহিনী দাবি করেছে, ‘সন্ত্রাসীদের অবকাঠামো ভেঙে দিতে’ এই অভিযান চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেখানে ট্যাংক থেকে যেমন গোলাবর্ষণ করা হচ্ছে, তেমনি বিমান হামলাও চালানো হচ্ছে।