শ্রীবরদী বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উপজেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে হাসপাতালের সামনে, উপজেলা রোড, বকশিগঞ্জ রোড সহ পশ্চিম বাজারের দোকানের সামনের বর্ধিতাংশ ও অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন। এসময় পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, বিএডিসি উপজেলা প্রকৌশলী মাকসুমুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। অভিযানের সময় সরকারি কাজে বাধা ও শ্রমিককে মারধরের ঘটনায় ইদ্রিস নামে একজনকে আটক করা হয়।
বাজারে আগত লোকজন ও পথচারীরা অভিযান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, বাজারে অবৈধভাবে রাস্তা ও ফুটপাতের উপর বিভিন্ন স্থাপনা ছিলো। এতে পথচারী ও জনসাধারণের চলাচলে বিঘ্ন হতো। তাই তাদের কথা চিন্তা করে অবৈধ স্থাপনা বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।