শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
স্টাফ রিপোর্টার:
‘নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় শ্রীবরদীর আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ। সভায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামীলীগ নেতা এম এ মতিন, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ফরিদ আহমেদ রুবেল, জয়িতা মাহমুদা আক্তার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
পরে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে কারাতে প্রশিক্ষণের জন্য পোশাক বিতরণ করা হয়।