শ্রীবরদীতে সবজি ডোনেট বক্স উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
সমাজের অসহায়, হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষের কথা ভেবে শেরপুরের শ্রীবরদীতে সবজি ডোনেট বক্স উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা’র পক্ষ থেকে পৌর শহরের কাঁচা বাজারে সবজি ডোনেট বক্স উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসাইন শাকিলের দিকনির্দেশনায় পবিত্র রমজান মাসে বিনামূল্যে সবজি বিতরণের উদ্দেশ্য ঐ উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, মেয়র পুত্র সমাজসেবক মোকাদ্দেছ কাওসার, শ্রীবরদী কাঁচা বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিনাল মিয়া সহ সংগঠনের স্বেচ্ছাসেবী আসিফ আহমেদ দিপু, সুমন হাসান, আব্দুল মবিন, মনির হোসেন, সাকিল হোসেন আসিফ, আব্দুল আল রাহিম, বিপুল হাসান, স্বাধীন, পলাশ, তৌহিদুল ইসলাম, রাকিবুল হাসান রোমান, শফিকুল ইসলাম শপণ প্রমুখ। তাদের এ উদ্যোগের প্রসংশা করেছে সচেতন মহল।