ডাক্তারদের সময়মতো কর্মস্থলে উপস্থিত ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশনা দিলেন এমপি শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব উপজেলা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। তিনি উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সময়মতো কর্মস্থলে উপস্থিত থেকে সেবা দিতে ডাক্তারদের প্রতি নির্দেশ প্রদান করেন।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী। পরে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম, সমস্যা ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, শেরপুর জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ। সভায় সঞ্চালনা করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনিরুজ্জামান। সভা শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে হাসপাতাল পরিদর্শন করেন। রোগীদের খোঁজ খবর নেন এবং অসহায় ও হতদরিদ্র রোগীদের আর্থিক সহায়তা প্রদান করেন।