শ্রীবরদীতে মতবিনিময় করলেন নবাগত ইউএনও
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীলসমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও শেখ জাবের আহমেদ। মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও শেখ জাবের আহমেদ সকলের সহযোগিতা কমনা করেন।
উপজেলা একাডেমি সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, শ্রীবরদী বনিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক রেজাউল করিম বকুল, ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। বক্তারা শ্রীবরদী উপজেলার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা তুলে ধরেন।