শ্রীবরদীতে ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (১০ জুন) দিনব্যাপী অভিযান পরিচালনা করে ইটভাটা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন। শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম আল-আমীন এবং পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় হাইকোর্টের নির্দেশনা মোতাবেক উপজেলার ইন্দিলপুর তেজারকান্দি গ্রামের মেসার্স ফাতেমা ব্রিকস এর কিলিন ও চিমনি ভেঙ্গে ফেলা হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও পূর্ব ঝিনিয়া গ্রামের মেসার্স আল-আমিন ব্রিকস-২ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় ও ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। সোমবার রাতে প্রেস রিলিজের মাধ্যমে তথ্যগুলো নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক। পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।