শ্রীবরদীতে কারিতাসের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে কারিতাসের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলার শ্রীবরদীতে কারিতাসের মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ^রীতে ঐ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান  জাহিদুল ইসলাম জুয়েল। এসময় সহকারি কমিশনার (ভূমি) মো: রেজুয়ান ইফতেকার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ কাইযুম খান সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার মো: তৌফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমির হোসেন, সীডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং, পিও ওসমান গণি, ফাইন্যান্স অফিসার শ্যামল কৃষ্ণ চন্দ্র, উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, মাঠ সহায়ক সুলভ দফো, তিলোত্তমা রিছিল প্রমুখ।
অবহিতকরণ সভায় জানানো হয় কারিতাসের মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্প আগামী ৫ বছরের জন্য (২০২৪-২০২৮) স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এসময়  পরিবার পর্যায়ে পরিবার উন্নয়ন পরিকল্পনা, আ্ত্বনির্ভরশীল দল গঠন, সামাজিক সংগঠন গঠন, কৃষি ও প্রানীসম্পদ কাজে সহায়তা, ইউনিয়ন পরিষদে যোগাযোগ, বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানে সহায়তা, প্রান্তিক পর্যায়ে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা দানের মাধ্যমে স্কুলমূখি কার্যক্রম, সরকারী প্রা: বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন কার্যক্রম, কিশোর-কিশোরীদের জীবন গঠনের জন্যে সংলাপ সেন্টারের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তথা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান প্রভৃতি কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন প্রকল্প সংশ্লিষ্টরা। অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend