শ্রীবরদীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

শ্রীবরদীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
“১০ গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ শ্রীবরদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকদের বেতন বৈষম্য তুলে ধরে তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি নাজমুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, হাসানুজ্জামান রুবেল, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, বারারচর সরকারি প্রাথামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ করিম, ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমিজ উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের হাতে তুলে দেন। এসময় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষকরা মানুষ গড়ার প্রধান কারিগর। প্রাথমিকে লেখাপড়া করেই একজন শিক্ষার্থী মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, গ্রাজুয়েশন শেষ করে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও সচিবালয়ে দায়িত্ব পালন করেন। এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন পাচ্ছে। অথচ সরকারি অফিসের একজন ড্রাইভার ১২তম গ্রেডে বেতন পায়। তাই নতুন এই বাংলাদেশে কোন প্রকার বৈষম্য চলতে দেওয়া যাবে না। যদি সকল শিক্ষকদের বেতন দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হয় তাহলে ভবিষ্যতে ক্লাশ বর্জনসহ বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend