শ্রীবরদীতে উপকারভোগীদের মাঝে গবাদি পশু বিতরণ
শেরপুরের শ্রীবরদীতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ প্রকল্পের উদ্যোগে স্পন্সর উপকারভোগী শিশুর পরিবারের মাঝে গবাদি পশু (গরু) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান। এতে সভাপতিত্ব করেন প্রকল্পের লোকাল সেন্টার কমিটির চেয়ারম্যান ক্লেনসন থিগিদি। ঐ প্রকল্পের সমাজকর্মী জীবন ম্রং এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক মি.সুলভ রিছিল। আলোচনায় প্রধান অতিথি বলেন, যাদের জন্য গরু বিতরণ করা হচ্ছে তারা যাতে বিক্রি না করে যত্ন করে এবং নিয়মিত রোগ প্রতিরোধের টিকা দেওয়া হয়। সরকারি বিভিন্ন সেবা সমূহ সম্পর্কে আলোচনা করেন। যাতে সবাই সরকারি সেবা গ্রহণ করেন। এসময় কমিটির সদস্য ও প্রকল্পের উপকারভোগী অভিভাবক এবং স্টাফবৃন্দ। উল্লেখ্য, উপকারভোগীদের জন্য ৩টি পরিবারকে ১টি করে গরু দেওয়া হয়।