শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (০২ অক্টোবর) ভোরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী সোমেশ^রী নদীতে ঐ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়। তবে বালু উত্তোলনের কাজে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অভিযানে সহকারি কমিশনার (ভূমি) মিজ পায়রা চৌধুরী, এস.আই রাসেল সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, সোমেশ্বরীতে নদী থেকে ভারতীয় সীমান্তের কাছাকাছি গিয়ে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে রাতের আধাঁরে বালু উত্তোলন করে। খবর পেয়ে আমরা বুধবার ভোরে অভিযান পরিচালনা করি। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।