শ্রীবরদীতে ইউএনও’র নেতৃত্বে ১ নভেম্বর চলবে পৌরশহর  পরিস্কার অভিযান

শ্রীবরদীতে ইউএনও’র নেতৃত্বে ১ নভেম্বর চলবে পৌরশহর  পরিস্কার অভিযান

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী পৌরসভা পরিস্কার করার উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। আগামীকাল ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে পৌরশহর পরিস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকাল ৯টায় শ্রীবরদী পৌর বাজারের বাসস্ট্যান্ড থেকে শুরু হবে ঐ আভিযান। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণে এ পরিস্কার অভিযান চালানো হবে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে বুধবার বিকালে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ জাবের আহমেদ। মূলত পৌর বাজারের অলিগলি সহ বিভিন্ন রাস্তার পাশের ময়লা আবর্জনা পরিস্কার করে একটি পরিচ্ছন্ন পৌরসভা ও জনসচেতনতা তৈরি করার লক্ষে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, যত্রতত্র ময়লা-আবর্জানা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখার জন্য জনসচেতনতা তৈরি করতে হবে। পরিচ্ছন্ন পৌরসভার গড়ার লক্ষে সকলকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend