শ্রীবরদীতে জাতীয় সমবায় দিবস পালিত

শ্রীবরদীতে জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

“সমবায়ে গড়র দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে এ উপলক্ষে পরিষদ চত্বরে জাতীয় পতকা ও সমবায় পতকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দদের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। সভার শুরুতেই সমবায়ের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা নুরুজ্জামান খান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ তালুকদার, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, ঢনঢনিয়া সিআইজি মৎস্য সমবায় সমিতি ইউসুফ আলী, শাপলা ঋণ দান সমবায় সমিতির সভাপতি মেরিনা আক্তার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com