শ্রীবরদীতে রাতের আঁধারে সবজি খেত বিনষ্ট

শ্রীবরদীতে রাতের আঁধারে সবজি খেত বিনষ্ট

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জেরে সবজি খেত কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সিংগবরুণা গ্রামে গত (৩১ অক্টোবর) বৃহস্পতিবার গভীর রাতে ঐ ঘটনা ঘটে। এনিয়ে সবজি খেত মালিক ইউপি সদস্য আব্দুল খালেক মন্ডল বাদী হয়ে একই গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে মনির মিয়া (৪৩) এর নাম উল্লেখ করে শুক্রবার রাতে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্র জানা যায়, আব্দুল খালেকের সাথে প্রতিবেশী মনির মিয়ার পরিবারের জমি নিয়ে দন্দ্ব চলছিলো। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে মনির মিয়া আব্দুল খালেকের কুমড়া, মিষ্টি লাউ, সিম সহ বিভিন্ন সবজির প্রায় ১৭০টি গাছ কেটে বিনষ্ট করে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই বলছে মানুষের সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছে সাথে এ কেমন শত্রুতা! এব্যাপারে ভূক্তভোগী আব্দুল খালেক বলেন, ঘটনার দিন রাতে বাইরে বের হলে টর্চ লাইটের আলোয় আমি অভিযুক্ত মনির মিয়াকে সবজি খেতে দেখতে পাই। আমার উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। এনিয়ে অভিযুক্ত মনির মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা ওয়াজ উদ্দিন বলেন, কে বা কাহার সবজি খেত কেটেছে তা আমরা জানি না। আমার ছেলের নামে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা।
এঘটনায় শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend