শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিরতণ

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিরতণ

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী এবং অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে বিতরণ কর্যক্রম উদ্বোধণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারি প্রকৌশলী সুব্রত দাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান সহ কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় ৩ হাজার ২৫০ জন কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ, মুগ, মসুর বীজ ও ডিএপি, এমওপি সার বিতরণ করা হবে।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend