শ্রীবরদী পৌর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শ্রীবরদী পৌর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
শ্রীবরদী পৌর বাজারের রাস্তার পাশে অবৈধ স্থাপনা, ফলের দোকান ও সরকারি জমিতে অবৈধ ঘর উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ নভেম্বর) পোর বাজারের হাসপাতালের সামনের টং দোকান, জেলা পরিষদ মার্কেটের সামনের ফলের দোকান সহ কাঁচা বাজারের বিভিন্ন দোকানের বর্ধিতাংশ এবং গোশতের দোকান সরিয়ে নির্দিষ্ট স্থানে বসার লক্ষে ওই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন সহাকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। তিনি বলেন,  যানজট নিরসন, বাজার মনিটরিং, পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য আমাদের এ অভিযান। আজকে অনেক অবৈধ দোকানপাট সরানোর পাশাপাশি সতর্ক করা হয়েছে। এমনকি ফুটপাতে যত্রতত্র দোকানপাট না দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, যানজট নিরসনে শ্রীবরদী পৌর বাজারে রাস্তার পাশের ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে পুনরায় কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসময় পুলিশ, পৌরসভার স্টাফ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে পথচারী ও বিভিন্ন ব্যবাসয়ীরা।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend