শ্রীবরদীতে অবৈধ বালু উাত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৮ নভেম্বর) রাত ১০ টার সময় উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সীমান্তবর্তী গারো পাহাড়ের ঢেউফা নদীতে ঐ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এসময় ২টি অবৈধ ড্রেজার মেশিন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও ৭টি টাওয়ার ধ্বংস করা হয়। তবে অভিযানের উপস্থিতি বুঝতে পেরে অসাধু ব্যবসায়ীরা ড্রেজার রেখে রাতের আঁধারে পাহাড়ের জঙ্গলে পালিয়ে যায়। অভিযানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ বলেন, নদী থেকে ড্রেজার বাসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। আমরা নিয়মিত অভিযানের পাশাপাশি উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।