প্রয়াত সাংবাদিক রেজাউল করিম বকুলের স্মরণ সভা অনুষ্ঠিত
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী’র চারণ সাংবাদিক রেজাউল করিম বকুলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮ টার দিকে প্রেসক্লাব শ্রীবরদী আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রেসক্লাব কার্যালয়ে ঐ সভা অনুষ্ঠিত হয়। এসময় সংবাদিকরা মোহনা টেলিভশনের জেলা প্রতিনিধি ও কালের কন্ঠ পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি প্রায়াত সাংবাদিক রেজাউল করিম বকুলের কর্মকালীন জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি এনটিভি’র স্টাফ রিপোর্টার কাকন রেজা। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকশের পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে সাংবাদিকতা করতে হবে। এটি একটি চ্যালেঞ্জিং পেশা। তাই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকতা করতে হবে। তিনি আরো বলেন, প্রায়ত সাংবাদকি রেজাউল করিম বকুল অত্যন্ত গুণি ও বস্তুনিষ্ঠ সাংবাদিক ছিলেন। সকাল থেকে রাত পর্যন্ত খবরের পিছনে ছুটেছেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে আমারা শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি তাঁর পরিবারের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রেসক্লাব শ্রীবরদী সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল।
প্রেসক্লাব শ্রীবরদী সাধারণ সম্পাদক ফেরদৌস আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি মঞ্জরুল আহসান, প্রেসক্লাব শ্রীবরদী কার্যকরী সদস্য তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শওকত জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, প্রেসক্লাব শ্রীবরদী সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিম কবির বাবু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান, প্রায়ত সাংবাদিক বকুলের জামাতা এএসআই সাদ্দাম হোসেন প্রমুখ। এসময প্রেসক্লাব শ্রীবরদী সহ-সভাপতি রমেশ সরকার, নিউজ২৪ টিভি’র জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, বাংলা টিভি’র জেলা প্রতিনিধি নাইম ইসলাম, দৈনিক বাংলা’র জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির সহ জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপসস্থিত ছিলেন।