হালিমা আহসান ইনস্টিটিউটের অধ্যক্ষ হলেন কে.এম.ফারুক

হালিমা আহসান ইনস্টিটিউটের অধ্যক্ষ হলেন কে.এম.ফারুক

তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
শ্রীবরদী উপজেলার হালিমা আহসান ইন্সটিটিউটের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন কে.এম. ফারুক। গত ১ ডিসেম্বর তিনি যোগদান করেন। ইতিপূর্বে তিনি ইতিপূর্বে ভটপুর আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ে সহকারি অধ্যাপক পদে কর্মরত ছিলেন। উক্ত ভটপুর আলিম মাদ্রাসায় তিনি দীর্ঘ ২০ বছর যাবত শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।
জানা যায়, কে.এম ফারুক টেংগরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত অনার্স ও মাস্টার্স  ডিগ্রি সম্পন্ন করেন।
উল্লেখ্য যে, তিনি এটুআই কর্তৃক মনোনীত একজন জেলা অ্যাম্বাসেডর শিক্ষক। ২০২৩ ও ২০২৪ খ্রি: জাতীয় শিক্ষা সপ্তাহে পর পর দুইবার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তাঁর বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাঘহাতা (দড়িপাড়া) গ্রামে। তার বাবা একজন প্রান্তিক কৃষক।
কলেজ সূত্রে জানা যায়, হালিমা আহসান ইন্সটিটিউট এ ভোকেশনাল কোর্স, বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, জেনারেল কলেজ শাখা রয়েছে এবং অতিশীঘ্রই ডিগ্রী পাস কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হবে৷

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend