শ্রীবরদীতে মহান বিজয় দিবস পালিত

শ্রীবরদীতে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার প্রত্যূষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনটির শূভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। পরে শ্রীবরদী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, শ্রীবরদী থানার, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক প্রকৌশলী শ্রীবরদী সহ বিভিন্ন সামাজিক-পেশাজীবি সংগঠন পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।
সকাল ৮.৩০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর অংশ গ্রহনে প্যারেড ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


পরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীসহ অতিথিবৃন্দ এবং অন্যান্যদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ,  উপজেলা বিএনপির সভাপতি আঃ রহিম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রোকনুজ্জামান, পৌর ছাত্রদলের আহবায়ক শুভন শাহরিয়া রাফি, বীর মুক্তিযোদ্ধা,  উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীক, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মনিরুজ্জামান । এছাড়াও বালিশ খেলা, প্রীতি ফুটবল ম্যাচ, বিজয় মেলা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend