শ্রীবরদীতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্ট:
শেরপুরের শ্রীবরদীতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শ্রীবরদী অফিসার্স ক্লাবের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সুব্রত কুমার দাস। দ্বৈত রানার্সআপ হয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমির হোসেন।
অপরদিকে একক খেলায় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন। একক রানার্সআপ হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এ সময় থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ সহ উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।