শ্রীবরদীতে রাতে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিলেন ইউএনও
স্টাফ রিপোর্টার:
সারা দেশে শীতের তীব্রতা বেড়েই চলছে। গারো পাহাড় বেষ্টিত শেরপুরের শ্রীবরদী উপজেলা শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতাই নিম্ন আয়ের খেঁটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা অসহায় জীবনযাপন করছে। তাই রাতে আঁধারে কম্বল নিয়ে বেরিয়ে পড়েন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। বুধবার (০১ জানুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন গ্রামে হতদরিদ্রদের বাড়িতে গিয়ে কম্বল তুলে দেন ইউএনও। ইউএনও’র হাতে শীতবস্ত্র পেয়ে খুশিতে অশ্রুসিক্ত হয়ে পড়েন তাঁরা। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক বিভিন্ন সময় এতিমখানা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র তুলে দিচ্ছেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমির হোসেন সহ অন্যন্যরা উপস্তিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, শীতের তীব্রতা বেড়েছে। কিন্তু চাহিদার তুলনায় শীতবস্ত্র কম। তাই প্রকৃত অসহায় ও হতদরিদ্রদের শীতের কষ্ঠ কিছুটা লাঘবের জন্য আমাদের এ উদ্যোগ। রাতের আঁধারে শীতবস্ত্র পেয়ে তাঁরা অত্যন্ত খুশি। প্রকৃত অসহায়দের মাঝে আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।