শেরপুর জেলা কারাগার থেকে ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী র‌্যাবের হাতে আটক

শেরপুর জেলা কারাগার থেকে ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী র‌্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদী ফিরোজ মিয়া (৩৫) কে শেরপুরের শ্রীবরদী থেকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-১। সোমবার (১৬ সেম্পেম্বর) বিকালে র‌্যাবের একটি আভিযানিক উপজেলার কলাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ফিরোজ মিয়া একই গ্রামের ফটো মিয়ার ছেলে। তার কয়েদী নং-৬০৯৪/এ। পরে ধৃত কয়েদীকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যগুলো নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের দিন দুস্কৃতিকারীদের আক্রমণে শেরপুর জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন প্রায় ৫ শতাধিক কয়েদী পালায়ন করে। এরপর থেকে কয়েদীদের তালিকা সংগ্রহ করে অভিযানে নামে র‌্যাব-১৪। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জানতে পারে ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফিরোজ নিজ এলাকায় অবস্থান করছে। পরে জামালপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল শ্রীবরদী থানাধীন কলাকান্দা গ্রাম থেকে তাকে আটক করে। পলাতক ফিরোজ মিয়ার কয়েদি নং-৬০৯৪/এ। শেরপুর দায়রা মামলা নং-১৫/০৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলায় সে সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী। এছাড়াও একই দিনে শেরপুর সদর উপজেলার দিকপাড়া রাঘুনাথপুর গ্রাম থেকে হত্যা মামলার পলাতক হাজতি রফিক মিয়া (৩৪) কে (হাজতি নং-১৩৩৭/২৪) আটক করেছে।
র‌্যাব জানায়, জেল পলাতক কয়েদীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend